আওয়ার ইসলাম: এবার ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী মুজাহিদ ইউসুফ রাওয়া। তিনি বলেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে অপমান করার প্রবণতা আছে ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েকের।
সোমবার (২৪ সেপ্টেম্বর) ‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ শীর্ষক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে দেশটির স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ইসলাম বিষয়কমন্ত্রী লেন, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইন-কানুন ও রীতি বিরোধী। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
তিনি আরো বলেন, ইসলাম বিষয়কমন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না।
মুজাহিদ বলেন, অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা অর্জন করতে হবে আমাদের। অন্য ধর্মকে অপমান না করেও ইসলাম প্রচার করা সম্ভব। যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে, তবে অন্য ধর্মকে অপমান করার কোনও প্রয়োজন নেই।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে, দ্যা ম্টার অনলাইন।
আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন
-আরএম/