শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

ওমানে সংবর্ধিত হলেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এমডি হাসান, ওমান থেকে

ওমানে সংবর্ধিত হলেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, ওয়ায়েজ ও লেখক মুফতি হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা]।

মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুফতি হাবিবুর রহমান মিছবাহ গত ৬ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের তিনটি রাষ্ট্র সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

দুবাই, ওমান ও কুয়েতের উদ্দেশে সফরে প্রথমে দুবাইতে এক সপ্তাহ ব্যক্তিগত ও দীনি মাহফিল শেষে ১২ সেপ্টেম্বর ২০১৮ ওমানে প্রবেশ করেন তিনি। ওমানে তাকে রিসিভ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মীর আহমাদ মীরু ও সেক্রেটারী মাওলানা মিযানুর রহমান, সাংবাদিক এমডি হাসান, ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমানের সভাপতি হাফেজ মাহবুবুর রহমান-সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও তার ভক্ত অনুরাগীরা।

ওমানের দীপাঞ্চল মাসীরা দিয়ে তার দীনি মাহফিল শুরু হয়। মাস্কট, বিদায়া, মাতরাহ সফর শেষে তিনি ওমানের বাংলাদেশ খ্যাত সালালায় অবস্থান করছেন। সেখানে প্রোগ্রাম শেষে আরো কয়েকদিন ওমানের বিভিন্ন অঞ্চলে সফর শেষে কুয়েত যাবেন।

জানা যায়, ওমানে রাষ্ট্রীয়ভাবে এসব প্রোগ্রামে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় শায়খদের অনুমতিক্রমে প্রোগ্রামগুলি হচ্ছে। প্রচারহীন এ প্রোগ্রামগুলি লোকেলোকারণ্য ছিলো।

মুফতি মিছবাহ তার বয়ানে মানবজীবনে ইসলামের গুরুত্বসহ বাংলাদেশী প্রবাসীদেরও দিকনির্দেশনা দিয়েছেন সুনাম অর্জনের। কীভাবে প্রবাসে বাংলাদেশীদের ইজ্জত ও মান উঁচু হয় সেদিকে গুরুত্ব দিয়েছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

প্রবাসে অন্যায়, অনিয়ম, ভিসাবিহীন অবস্থান এবং ওমানের হুকুমতের খেলাফ না করার প্রতি জোর দাবি জানান।

ওমানের সুলতানের প্রশংসা করে তিনি বলেন, ওমানের জনগণের যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তা বিশ্ব মোড়লদের জন্য একটি উদাহরণ। সুলতানের অসুস্থতায় ওমানের নাগরিকরা দোআর আয়োজন করে, মসজিদে মসজিদে রোনাজারী করে, গরিবদের দান সদকা করে, এর থেকে আমাদের সরকারের শিক্ষা নেয়া উচিত।

জোর করে জনগণের শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পাবার জন্য গণমানুষের হৃদয়ের ভাষা বুঝতে হয় এবং গণমানুষের চাহিদা পূরণ করতে হয়, যেটা ওমানের সুলতান করতে সক্ষম হয়েছেন।

ওয়াজ, লেখালেখি ও সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখায় ওমানস্থ ফেনী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ‘ফখরুল উম্মাহ’ এবং ‘আমি বাংলাদেশ’ সংগীতের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ‘সংগীতের স্বপ্নপুরুষ’ সম্মাননা প্রদান করা হয় মুফতি হাবিবুর রহমান মিছবাহকে।

সফরকলীন সময়ে ওমানের সুমায়েলে অবস্থিত হযরত মাজেন বিন গদুওয়া রাদিঅাল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেন।

এরপর মাস্কট থেকে ১২০০ কিলোমিটার দূরত্ব সালালায় অবস্থিত হযরত আইয়ূব আলাইহিস সালামের কবর, হযরত ইমরান আলাইহিস সালামের কবর, হযরত ইউনুস আলাইহিস সালাম যেখানে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এবং হযরত সালেহ আলাইহিস সালামের মৃত থেকে জীবিত হওয়া উটনির স্থানসমূহ পরিদর্শন করেন।

তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন এনটিভির উপস্থাপক, ফেনী রঘুনাথপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহ্উদ্দিন জাহাঙ্গীর।

সফরসঙ্গী হিসেবে ছিলেন মাওলানা মীর আহমাদ মরু, মাওলানা মিযানুর রহমান, মাওলানা আসগর সালেহী ও বিভিন্ন স্থানের প্রবাসী বাংলাদেশীরা।

-আরআর

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ