আওয়ার ইসলাম: মিয়ানমারে একটি সেচ বাঁধ ভাঙার ফলে বন্যা দেখা দিয়েছে দেশটিতে।এতে প্রায় ৮৫টি গ্রাম ডুবে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হঠাত ধেয়ে আসা প্রবল পানিতে ৬৩ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
বুধবার দেশটির মধ্যঞ্চলীয় সওয়ার খাঁড়ির নামের বাঁধটি ভেঙে যায়; এতে নিকটবর্তী সওয়ার ও ইয়েদাশি শহর ডুবে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মিয়ানমারের সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপমহাপরিচালক জাও লউয়িন তুন বলেন, বাঁধ ভেঙে ৮৫টি গ্রাম বন্যাকবলিত হয়েছে এবং এতে ৬৩ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের একটি অংশও ডুবে গেছে।
বাঁধটির পানি ধারণ ক্ষমতা ২,১৬,৩৫০ একর-ফুট। বন্যার কারণে ইয়াঙ্গুন, মান্দালয় ও রাজধানী নেপিতোকে সংযোগকারী মহাসড়কের একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ আছে।
ব্যবসার হিসাব হবে সফটওয়ারে- ক্লিক