শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

‘আমেরিকায় না তাকিয়ে ইউরোপকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ইউরোপকে নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্টের ওপর নির্ভরতা বাদ দিতে হবে।

তিনি আরো বলেন, ইউরোপ তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিজেই রক্ষা করবে।

ম্যাকরন কূটনিতিকদের সামনে আগামী বছরের কূটনৈতিক পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রতিরক্ষা-সহযোগিতা আরো বাড়বে, এতে রাশিয়াসহ ইউরোপের সকল দেশ যুক্ত হবে।

তিনি আরো বলেন, আমাদের নতুন নতুন উদ্যোগ ও নতুন নতুন মৈত্রী তৈরি করতে হবে। ফ্রান্স চায় ইউরোপ নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম হোক। কারণ এখন চরমপন্থা প্রকাশ পাচ্ছে, জাতিয়তাবাদের প্রবনতা ফিরে আসছে।

ম্যাকরনের এ আহবান এমন এক সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে করা ছয়জাতি গোষ্ঠীর পারমানবিক চুক্তি হতে একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং ইউরোপীয় দেশগুলোকে ন্যাটো রক্ষার জন্য আরো অর্থ ব্যয়ের দাবি করেছেন।

পাশাপাশি অন্যএক প্রসঙ্গে ম্যাকরন সিরীয় প্রশাসনকে সিরিয়ার উত্তরে ইদলিব প্রদেশে মানবিক সংকট সৃষ্টির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করেন।

তিনি বাশারের মিত্রদের রাজনৈতিক সমাধানের জন্য বাশারের ওপর চাপ প্রয়োগের দাবি জানান।

ম্যাকরন মনে করেন, সিরীয় প্রশাসন রাজনৈতিক প্রস্থান নিয়ে আলোচনায় কোন আগ্রহই প্রকাশ করেনি।

ম্যাকরন আরো বলেন, সিরিয়ায় আমাদের মানবিক ও কূটনৈতিক কর্মকান্ডের জন্য কখনো পূর্বশর্ত-হিসেবে আসাদের অবসারন চাইনি, কিন্তু বিপরীতে আমি বিশ্বাস করি আসাদের ক্ষমতায় থেকে যাওয়ার দৃশ্য বড় ধরনের ভুল হবে।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ