আওয়ার ইলাম: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই জানিয়ে যুক্তফ্রন্টের নেতাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য ১৪তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় সহিংস আন্দোলন হলে জননিরাপত্তায় সরকার ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে সবিনয়ে বলবো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনারা যদি অহিংস আন্দোলন করেনও তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস কোনো আন্দোলন হলে জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম