আওয়ার ইসলাম: বড়পুকুরিয়ায় কয়লা গায়েবের ঘটনা অনুসন্ধানে খনির ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।
সকাল সাড়ে নয়টা থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম।
সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহমদসহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোম্পানির সচিব আবুল কাশেম, ব্যবস্থাপক মোশাররফ হোসেন সরকার।
মাসুদুর রহমান হাওলাদার, অশোক কুমার হালদার, আরিফুর রহমান, জাহিদুল ইসলাম ও উপ-ব্যবস্থাপক একরামুল হককে। এই আট কর্মকর্তাই কয়লা গায়েবের মামলার আসামি। ঘটনা তদন্তে এ পর্যন্ত চার দফায় প্রাক্তন চার ব্যবস্থাপনা পরিচালকসহ ২৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে মামলা করা হয়।
আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম