আওয়ার ইসলাম: বিশ দলের শরিক ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্মমহাসচিব ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ডা,মাওলানা শওকত আমীন পীরসাহেব বি-বাড়ীয়া ও বর্ষীয়ান নেতা মাওলানা সাইদুর রহমান, নেতৃবৃন্দ অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ।
মাওলানা ইলিয়াস আতহারী, মাওলানা শেখ মো, ইসমাইল,মাওলানা আ.ন.ম. রহীমুল্লাহ এক বিবৃতিতে বলেছেন আসামে ৪০লাখ বাংলাভাষী বিশেষ করে মুসলমানদের নাগরিকত্ব বাতিল ও বিতারণের সিদ্ধান্ত মৌলমানবাধিকার ও মানবতাবিরোধী অপরাধ।
সঙ্খালঘুদের প্রতি মোদি সরকারের অবিচার ভারতের বিগত সব সরকারকে ছাড়িয়ে গেছে। সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক নিবন্ধীকরণ চূড়ান্ত খসড়া তালিকায় বিষ্ময়করভাবে ভারতের সাবেক প্রেসিডেন্টের পরিবার ,আসামের সাবেক মূখ্যমন্ত্রী,অনূন্য ৭ জন সাবেক ভারতীয় সেনাঅধিনায়ক,সঙ্গীত সাধক ও বিধায়কের পরিবারসহ অনেকেরই নাম বাদ পড়েছে।
এমনকি পিতার নাম থাকলেও পূত্রের নাম হাস্যকরভাবে বাদ পড়েছে। নেতৃবৃন্দ মৌদীর সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন ।
আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম