আওয়ার ইসলাম: সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ১০ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। শ্রমিক নিয়োগের পদ্ধতি পরিবর্তন হয়েছে। জিটুজি প্লাস পদ্ধতিতে চলতি মাসের শেষ দিন পর্যন্ত শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি।
১০ এজেন্সির মাধ্যমে একচেটিয়া শ্রমিক নিয়োগের পদ্ধতি সম্প্রতি বাতিল করেছে মালয়েশিয়া। ১৪ই আগস্ট পার্লামেন্টে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সভাপতিত্বে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় হয়।
মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও শ্রমিকদের কাজ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ এমন সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মালয়েশিয়া শ্রমিক না নেয়ার কোন চিঠি দেয়নি। তবে প্রকৃত অবস্থা জানতে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্ত ১০ এজেন্সি মালয়েশিয়া নিয়ন্ত্রণ করে উল্লেখ করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, জিটুজি প্লাস বন্ধ হলেও, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগের পদ্ধতি চালু থাকবে।