শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

কাঠমান্ডু পোস্টের খবর ভুয়া: নেপালে তদন্ত কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে নেপালের জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট ও কান্তিপুর অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরকে ভুয়া বলে অভিহিত করেছে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন।

গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ায় উদ্বেগ ও অসন্তুষ্টি জানিয়েছে ওই কমিশনটি। সোমবার (২৭ আগস্ট) কাঠমান্ডু পোস্টে ওই খবর প্রকাশের পর এদিনই এক বিবৃতিতে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন, ২০১৮।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের দুর্ঘটনার পর সিভিল অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন রেগুলেশন, ২০৭১-এর আওতায় এই তদন্ত কমিশন গঠন করা হয়।

তদন্ত কমিশনের সদস্য সচিব বুদ্ধি সাগর লামিচানের সই করা বিবৃতিতে বলা হয়, কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তার অনুসন্ধান এখনও চলছে।

অনুসন্ধান কমিটির অন্যতম লক্ষ্য ওই দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা এবং ভবিষ্যতে যেন একই ধরনের দুর্ঘটনা না ঘটে, সে ব্যাপারেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। তদন্ত কমিশন বিশ্বাস করে, বিমান দুর্ঘটনার তদন্ত মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর মতো কোনো বিষয় নয়।

প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে বলা হয়, এ ধরনের অনৈতিক ও প্রতারণাপূর্ণ সংবাদ সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মনে ভ্রান্ত ধারণা ও বিশ্বাসের জন্ম দিতে পারে।

যে বিষয় নিয়ে এখনও তদন্ত চলছে, সে বিষয়ে সঠিক তথ্য ছাড়া ও তদন্ত কমিটির সঙ্গে কোনো ধরনের কথা না বলে এ ধরনের সংবাদ প্রকাশ অত্যন্ত লজ্জাজনক।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ 8০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানটিতে চার জন ক্রু ও ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে চার ক্রুসহ ২৭ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি ও একজন চীনা যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ৯ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন মালদ্বীপের নাগরিক।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম

AddThis Sharing Buttons


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ