আওয়ার ইসলাম: আন্তর্জাতিক অপরাধ আদালতে ইরানকে মোকাবেলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করে ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।
সম্প্রতি মার্কিন অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে তেহরান। আদালতের প্রতি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়ার আহ্বান জানানো হয়।
সোমবার এ বিষয়ে আদালতের কার্যক্রম শুরুর পরই এক বিবৃতিতে পাল্টা জবাব দেন পম্পেও। মার্চে ইরানের পরমাণু কর্মসূচি চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এরপর তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম