আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে একটি গেম ক্যাফেতে বাংলাদেশ সময় রোববার রাতে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারী একটি মাত্র হাতে বহনকারী বন্দুক ব্যবহার করেছে। ফ্লোরিডা পুলিশ বলছে এ বিষয়ে তদন্ত ছাড়া আর বিস্তারিত জানানো সম্ভব নয়।
ফ্লোরিডা পুলিশ সূত্রে বিবিসি জানিয়েছে, একজন বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। ডেভিড কাটজ নামের ২৪ বছর বয়সী আত্মঘাতি যুবক মারা গেছেন।
তবে সে নিজের নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা নিয়েও ভিন্ন বক্তব্য এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। এখনও পর্যন্ত পুলিশ আর কাউকে সন্দেহ করতে পারছে না।
স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে প্রতিযোগিতায় হেরে গিয়ে ওই যুবক গুলি ছূড়তে শুরু করে। তবে এমন প্রতিবেদনের সত্যতা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আরো পড়ুন–
তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে
মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে
ধর্ষণের কারনে চার্চে যাওয়া কমেছে ২০ শতাংশ, প্রতিবাদের মুখে পোপ
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম