শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত দলগুলোকে সর্বোচ্চ ৭০টি আসন ছাড়তে রাজি আওয়ামী লীগ।

এরইমধ্যে ১৪ দলভুক্ত বিভিন্ন দলগুলো তাদের প্রার্থী তালিকা আওয়ামী লীগকে দিয়েছে। তবে এ বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো জোটবদ্ধ লড়াইয়ে নামছে আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ১৪ দলীয় জোটের প্রার্থী মননোয়নের হিসাব-নিকাশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, জোট শরিক দলগুলোর প্রার্থী যোগ্য হলে তারা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের নেতারা প্রার্থীদের নামের লিস্ট দিয়েছেন সেটা নিয়ে বসা হবে।

জোটের প্রার্থী বেশি ভালো প্রার্থী হলে, ৬৫ থেকে ৭০ টি আসন জোটের নেতাদের ছেড়ে দেয়া হবে। জোটের নেতাদের জানিয়ে দেয়া হয়েছে প্রার্থী যোগ্য না হলে মনোনয়ন দেয়া হবে না। আওয়ামী লীগও দেবে না। শুধু জোটের খাতিরে দেয়া হবে না।

১৪ দলের বাইরে জাতীয় পার্টির সঙ্গেও আলোচনার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তবে আসন বণ্টনের সমঝোতায় পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে বলে মনে করছেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোট হবে, জোট নির্বাচনের অনুষঙ্গ হয়ে গেছে। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চলছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ জোটের পূর্ণ চিত্র পাওয়া যাবে।

বিএনপি আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দলটি আগামী নির্বাচনে আসবে। এ কারণেই আওয়ামী লীগ নির্বাচনে জোটগত শক্ত প্রার্থী দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ