শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক: যুব জমিয়ত বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয় দায়িত্বশীল প্রশিক্ষণ ও মেধা যাচাই শীর্ষক সেমিনার।
বিকাল ৪ঘটিকায় রাজাগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে শাখা সভাপতি হা. মাও.আব্দুল মতিন এর সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মাও. ইমরান হুসাইন চৌধুরী এর সঞ্চালনা এবং অর্থ সম্পাদক হাফিজ আব্দুন নুর এর তেলাওয়াত মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
তিনি বলেন, ভারত উপমহাদেশ থেকে ১৯০ বছরের শাসকগোষ্ঠী ব্রিটিশ বেনিয়াদের বিতাড়নকারী সংগঠন হচ্ছে জমিয়ত। জমিয়তের সূচনা হয়েছে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।
বর্তমানেও জমিয়ত স্বাধীনতা রক্ষার সংগ্রামে ব্রত। সুতরাং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের কর্মীদের সজাগ থাকতে হবে।
স্বাধীনতার পক্ষের শক্তি জমিয়তকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকাপালন করতে হবে।
উপস্থিত ছিলেন মুফতি জালাল উদ্দিন, হা.মাও. ফখরুল ইসলাম, মাও.শামসুল ইসলাম,মাও.আতিকুর রাহমান, মাও.লোকমান আহমদ,মাও.রেজাউল করিম রেজা, মাও. তহুরল ইসলাম, মাও.কামাল উদ্দিন, মাও.নজরুল ইসলাম,মাও.আলী আবদীন,মাও. আব্দুল হালিম জমিয়তি, মাও.তাজুল ইসলাম ফাহিম, মাও. সুফিয়ান আহমদ,মাও. মারুফ সারওয়ার, মাও.জাহেদ আহমদ, মাও.সালেহ আহমদ, মাও.কামাল উদ্দিন, বদর উদ্দিন প্রমুখ ।