আওয়ার ইসলাম: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেছেন, সিরিয়া অচিরেই জঙ্গিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে।
দামেস্ক সফররত জেনারেল হাতামি রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বের মানুষ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাছে ঋণী।
সন্ত্রাসীরা সিরিয়ায় পরাজিত না হলে গোটা বিশ্বে পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলোর পক্ষ থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন দিয়ে যাবে ইরান।
তিনি বলেন, সাত বছর আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকে তেহরান দামেস্কের পাশে ছিল এবং এখন সিরিয়ার পুনর্গঠনে অংশগ্রহণ করতে ইরান প্রস্তুত রয়েছে।
সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সব ধরনের অপপ্রচার সত্ত্বেও সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা দিন দিন শক্তিশালী হচ্ছে। বাশার আসাদ বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে তেহরান-দামেস্ক সহযোগিতা শুরু হয়েছে যা দিন দিন শক্তিশালী হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
আরো পড়ুন–
সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম