আওয়ার ইসলাম: তেল ও গ্যাস পাচার করে আয় কমে যাওয়ায় অর্থ আয়ের নতুন উপায় খুঁজে নিচ্ছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।
পুঁজিবাজারসহ বিশ্বজুড়ে বিভিন্ন বৈধ ব্যবসায় বিনিয়োগ করে তারা আয় বাড়াচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এক ভাষণে এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। খবর বিবিসির।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবুবকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক সামরিক ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি।
ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। কিন্তু এখনো ছোট ছোট কিছু এলাকায় নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।
এমনকি সম্প্রতি বাগদাদির নতুন একটি অডিওবার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি। এতে বাগদাদি শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত রাখার জন্য অনুসারীদের আহ্বান জানিয়েছেন।
এদিকে মস্কো জানিয়েছে, শুধু সিরিয়ায় যুদ্ধে রাশিয়ার ৬৩ হাজার সেনা অংশ নিয়েছেন।
আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম