আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা। এ সুযোগে বিনোদন কেন্দ্রে ভিড় করেছে নগরবাসী।
হাতিরঝিলে ছিলো রাজধানীবাসীর মিছিল, বৃষ্টি উপেক্ষা করেও শিশুপার্কে আনন্দে মেতেছে শিশুরা। জাদুঘর আর সিনেমা হলেও ছিলো দর্শনার্থীর ভিড়।
কে আসেনি হাতিরঝিলে? বাবার কাঁধে চড়ে শিশু, মায়ের হাত ধরে সন্তান আর প্রেয়সীকে নিয়ে প্রেমিক। গান শোনাতে হাজির নিজের বাউল দল নিয়ে মোশাররফ।
ঈদের ছুটিতে বন্ধ ছিলো হাতিরঝিলের নিয়মিত ওয়াটার ট্যাক্সি সার্ভিস, প্যাকেজ হিসেবে এসব ট্যাক্সিতে ঘন্টাচুক্তিতে ভ্রমণ করেছেন দর্শনার্থীরা। অবশ্য জলের চেয়ে স্থলেই বসেছিলো জমাট আড্ডা।
শিশুপার্কেও ছিলো না তিল ধারণের ঠাঁই। দীর্ঘসারিতে অপেক্ষা করে করে এক একটি রাইডে চড়েছে শিশুরা। বৃষ্টির বেরসিক বাধাও শিশুদের আটকাতে পারেনি। বৃষ্টি থামার সাথে সাথে ভেজা শরীরেই বিভিন্ন রাইডে চড়ে বসে তারা।
রাজধানীর সিনেমাহলগুলিতেও ঈদের দ্বিতীয় দিনে ছিলো চোখে পড়ার মতো ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই উপভোগ করেছেন পছন্দের সিনেমা।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম