আবদুল্লাহ তামিম: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে হুতিরা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আদ দুরাইহিমি জেলায় জোটের হামলায় ২২ শিশু ও ৪ নারী নিহত হয়েছে।
অন্যদিকে, একই স্থানে হামলার জন্য হুতিদের দুষছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম। তাদের দাবি, বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে ৩ বছর ধরে ইয়েমেনে লড়াই চালিয়ে আসছে পশ্চিমা সমর্থিত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের সুন্নি মুসলিম জোট।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন হুতিদের দখলে।
সূত্র: আল মাসিরা টিভি
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম