আওয়ার ইসলাম: কাতারের নাগরিকদের জন্য নতুন এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে বাইরাইন। মঙ্গলবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার কূটনৈতিক টানাপোড়ন ও বাণিজ্য অবরোধের মধ্যে মানামা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া দেশটির নিরাপত্তার বিষয়টিও তাদের এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
তবে কাতারের যেসব ছাত্র বাহরাইনে পড়াশুনা করছে তাদের ওপর মানামা সরকারের নতুন সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না জানিয়েছে দেশটি।
কাতার প্রতিবেশী দেশগুলোর অধিকারের প্রতি সম্মান দেখায় না কিংবা আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসরণ করে না বরে অভিযোগ করে বাহরাইন সরকার।
সূত্র: রয়টার্স।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
আরএম/