আবদুল্লাহ তামিম: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত আমেরিকান দূতাবাসে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটেছে।
সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় এ হামলা হয় বলে খবর দিয়েছে রয়টার্স, সিএনএন ও আল-জাজিরা। খবরে বলা হয়েছে, ভোরে অজ্ঞাত অস্ত্রধারীরা একটি সাদা রঙের গাড়ি থেকে দূতাবাসের ভবন লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় দূতাবাসে বা ভবনের বাইরে কেউ আহত হয়েছে বলে জানা যায়নি। অস্ত্রধারীদের ছোড়া একাধিক গুলি আমেরিকান দূতাবাসের বাইরে নিরাপত্তা চৌকির জানালায় লেগে ভেঙে যায়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভোরে হামলার এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আঙ্কারার আমেরিকান দূতাবাসে চলতি সপ্তাহে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির কারণে বর্তমানে দূতাবাস বন্ধ রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে যায়। সাদা রঙের গাড়িতে পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের সন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
তুর্কি গণমাধ্যম হাবেরটার্কে ঘটনাস্থলের লাইভ সম্প্রচার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং গুলির আঘাত লাগা নিরাপত্তা চৌকি পরীক্ষা করছে।
পুলিশ জানিয়েছে, যেখান থেকে গুলি ছোড়া হয়েছিল সেখানে কয়েকটি গুলির খোলা পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করছে তুর্কি পুলিশ।
সূত্র: আল-জাজিরা, সিএনএন
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক