শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধের আহ্বান কওমী ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে কওমী ফোরাম। আজ (সোমবার) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে কওমী ফোরামের উদ্যাগে ‘চামড়ার মূল্য কমানোর প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের নেতাকর্মীরা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুরবানির অংশ ও গরিবের হক এই চামড়া নামমাত্র মূল্য দিয়ে লুটে নেয়ার চক্রান্ত দিনদিন বৈধতা পাচ্ছে এবং এই চক্রান্ত রুখে দাঁড়ানোর কার্যত কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না।

তারা বলেন, পোশাক শিল্পের পর আমাদের অর্থনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় খাত চামড়াশিল্প। সম্ভাবনাময় চামড়াশিল্পের দ্রুত বিকাশের স্বার্থে কোরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করতে হবে। অন্যথায় মাদরাসা শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি  চামড়া শিল্পও ক্ষতিগ্রস্থ হবে।

এসময় তারা যৌক্তিক জায়গা থেকে চামড়ার মূল্য পুন:রায় নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, আর আমরা মনে করি, এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি সাাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামীল, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব, শায়খ উসমান গনি, মুফতী রিজওয়ান রফিকী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী জাকারিয়া সিদ্দিকী, মুফতী তোফায়েল গাজালী প্রমুখ৷

আরও পড়ুন-

চামড়া ও আমরা
কুরবানির পশুর চামড়া কী করবেন?
মাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ