শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক বাজার থেকে আমাদের অংশ কেউ নিতে পারবে না: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইরান বলেছে, আন্তর্জাতিক তেলের বাজারে তার অংশ কেউ কেড়ে নিতে পারবে না। যেসব দেশ এ চেষ্টা চালাচ্ছে তাদেরকে প্রতিরোধ করার জন্য ইরান তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলে সৌদি আরব ইরানের অংশের তেল উত্তোলন করবে বলে ব্যাপকভাবে জল্পনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হলে ইরানের তেলের ঘাটতি পূরণ করবে সৌদি আরব।

ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, যেসব দেশ এ সংস্থাকে রাজনীতিকীকরণ করার চেষ্টা করছে তাদের থেকে সদস্য রাষ্ট্রগুলোকে পূর্ণভাবে সুরক্ষা দেয়া উচিত। কাজেম গরিবাবাদির বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।

তিনি আরো বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্পূর্ণভাবে বেআইনি। এছাড়া, আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের অংশ দখলের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে যান এবং তিনি তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।

এরইমধ্যে আমেরিকা চলতি মাসের প্রথম দিকে নিষেধাজ্ঞার প্রথম ধাপ বাস্তবায়ন করেছে এবং আগামী ৪ নভেম্বর দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে।

ট্রাম্প বলেছেন, ৪ নভেম্বরের পর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারবে না। ফলে ইরানের তেল উত্তোলন শূণ্যের কোঠায় নেমে আসবে।

জবাবে ইরান বলেছে, তেহরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশ তেল রপ্তানি করতে পারবে না।

সূত্র: আল-আরাবিয়া

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ