আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হবে। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।
রোববার (১৯ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে তারা যদি ২০১৪ সালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে।'
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না বলেও এসময় উল্লেখ করেন তিনি।
অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো— এমনটা দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে। আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে পশুবাহী গাড়ি থেকে যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেওয়া হয়।'
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
ঢাকায় কোন বস্তি থাকবে না : প্রধানমন্ত্রী
আরএম/