আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে আবার ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এর আগে দুবারের বিশাল ভূমিকম্পে প্রায় ৪০০-এর বেশি লোক মৃত্যুর পর আবার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহত ও নিহতের কোন সংবাদ এখনো পাওয়া যায়নি।
দুই বছর আগেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের উপকূলে ৯ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রলয়ঙ্করী সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের কয়েকটি দেশে প্রায় দুই লাখ ২০ হাজার লোক নিহত হন।
সূত্র: বিবিসি
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম