আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি পয়েন্ট অব সেল এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ নির্দেশনা জারি করে। এটিএম বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয় এতে।
বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। এছাড়া বুথে পাহারাদার মোতায়েন ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় আরো বলা হয়, পয়েন্ট অব সেলের ক্ষেত্রে জালিয়াতি রোধে গ্রাহককে সচেতন করতে হবে। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম