আওয়ার ইসলাম: জাতীয় ঈদগাহে ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, ঝামেলা ও ঝুঁকি এড়াতে শুধু জায়নামাজ নিয়ে ঈদগাহে আসুন। তবে বৃষ্টি থাকলে মুসল্লিরা ছাতা নিয়ে আসতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।
রোববার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, এবারও ঈদগাহের বাইরে ও ভেতরে ৩-৪ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়াও ঈদগাহের বাইরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিএমপির সদস্য এবং অন্যান্য গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের চারপাশে ৮৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এবারই প্রথম ত্রিপলের ওপরেও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য রয়েছে কন্ট্রোল রুম।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
রাষ্ট্রপতিসহ ঈদগাহে আগত ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জাবেদ পাটওয়ারী।
মৎস্য ভবনসহ ঈদগাহে প্রবেশের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানা তিনি। এছাড়াও ঈদগাহে প্রবেশের সময় সবাইকে আর্চওয়ে তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
ঈদের সুন্নাতসমূহ ও জরুরি মাসআলা-মাসাইল
-আরআর