শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ব্রাদারহুডের বিরুদ্ধে সিআইএ'র গোপন নথি; টার্গেটে কারযাভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহিদ: আমেরিকান গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ মিশরের মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে কিছু গোপন নথি প্রকাশ করেছে, যাতে তরুণদের নিয়োগ ও আর্থিক নেটওয়ার্ক সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

গোপন এই নথিতে বলা হয়, বর্তমানে ইখওয়ান দ্বারা পরিচালিত ২৪ টি দল সক্রিয় রয়েছে। আর তাদের সাথে জড়িত ব্যক্তিদের সংখ্যা ৩০ হাজারেরও বেশি। এই গ্রুপগুলো সারা বিশ্বে বিভিন্ন নাম ধারণ করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এদের বেশির ভাগই ব্রাদারহুডের অধীনে নানা কর্মকাণ্ডের সাথে জড়িত।

গোপন নথিতে আরো বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা হলেন, আল্লামা ইউসুফ কারযাভি। তিনিই পার্টির বাস্তব পরিকল্পক এবং নীতিনির্ধারক। মুসলিম ব্রাদারহুডের সকল কর্মসূচির নিয়ন্তা তিনিই। তার মাধ্যমেই এসব কর্মসূচিতে নতুনত্ব সৃষ্টি হয়।

কাতারের রাজধানী দোহায় অবস্থান করা সত্ত্বেও তার এহেন কার্যক্রম মারাত্মক ভয়াবহ।

এ ডকুমেন্টে আরো বলা হয়, ইরানে ইসলামি বিপ্লবের পর মিসরে হুসনি মোবারকের ক্ষমতাকালে তারা নিজেদের অধিক অনুসরণযযোগ্য হিসেবে ঘোষণা দেয়। আর যুবকদের মাঝে বিদ্যমান অস্থিরতাকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করে।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

গোপন এ নথিতে ইখওয়ানের আর্থিক যোগানের বিষয়েও রিপোর্ট করা হয়েছে। বলা হয়েছে, এ দলটির আর্থিক যোগানের খাতিরে আমদানি রপতানির জন্য অনেক কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে। এসবের সাথে জড়িত প্রত্যেক্যেই লাভের ১০ ভাগ দলের তহবিলে প্রদান করতে হয়।

মার্কিন কর্তৃপক্ষ ইখওয়ানের এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বলে, এটা বড় উদ্বেগের বিষয় যে ইখওয়ানের কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ পেশাজীবীদের জড়ানো হচ্ছে এবং মিশরের নির্মাণ সংস্থা, ব্যাংক হোটেলসহ অন্যান্য স্থাপনাকে এ কাজে ব্যবহার করা হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে আমিরাতের ৫৪৭ বন্দি মুক্তি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ