আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের লাগমান প্রদেশে ৬ শিশু কন্যা মর্টার শেল নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরণ ঘটে মৃত্যুবরণ করেছেন।
লাগমান প্রদেশের মুখপাত্র সারহাদি জাওয়াক বলেন ১০ থেকে ১২ বছরের এই ৬ শিশু কন্যা কাঠ সংগ্রহ করতে গিয়ে বোমা পড়ে থাকতে দেখে এ বোমা দিয়ে খেলা করতে শুরু করলে এই দুর্ঘটনার কবলে পরে।
তিনি বলেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে যেসব মর্টার শেল বোমা নিক্ষেপ করে সেগুলোর সাধারণত বেসামরিক নাগরিকদের ক্ষতি করে। বিস্ফোরণে সাধারণ জনরগণ প্রাণ হারায়।
আফগানিস্তানের শহর ও গ্রামসমূহে অবিস্ফোরিত অনেক মর্টার রয়েছে। এগুলো নিষ্ক্রিয় না করলে বেসামরিক নাগরিকদের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সূত্র: আল-আরাবিয়া
আইএস নির্মূলে ১০মিলিয়ন ডলার অনুদান সৌদির