আওয়ার ইসলাম: নাগরিকত্ব বহাল রেখেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব বহাল রেখেই তাদেরকে মিয়ানমারে ফেরত নিতে হবে।
গতকাল ১৫ আগষ্ট বৃহ:বার বাদ জোহর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর কাউন্সিল অধিবেশনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে বস্তুচ্যুত মানুষ নয়, তারা রাখাইন রাজ্যে স্থায়ীবাসিন্দা, বৈধ নাগরিক। এনভিসিতে রোহিঙ্গাদের পরিচয় বাঙ্গালী হতে পারেনা। এনভিসিতে রোহিঙ্গাদের পরিচয় বাঙ্গালী দিয়ে, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বৈধ নাগরিকক্ত হরণের একটি সুগভীর ষঢ়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশ সরকার এ ষড়যন্ত্রে পা দিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। ৯২ভাগ মুসলমাদেরদেশে বাংলাদেশ সরকার এ ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত নিতে পারেনা।
তিনি আরো বলেন, অভিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে রোহিঙ্গাদের নাগরিকত্ব বহাল রেখে তাদেরকে স্বদেশে স্বসম্মানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যতায় এর পরিনতি হবে মারাত্বক ভয়াবহ, যার দায়বার সরকারকে বহন করতে হবে।
মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বুরহানউদ্দিনের সবাপতিত্বে অনুষ্টিত কাউন্সিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রবইউসূফী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা সাইফুর রহমান।
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে: সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ
আরএম/