আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুতফুন নাহার লুমাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। রাজধানীর রমনা মডেল থানার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির করেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর রফিকুল ইসলাম। তিনি লুমাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন।
আদালত এ আবেদন আমলে নিয়ে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে মহিলা পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে লুমার জামিন চেয়ে দাখিল করা পিটিশন খারিজ করে দেয়া হয়।
উল্লেখ্য, লুমা ইডেন কলেজের ছাত্রী। তিনি কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বে ছিলেন। বৃহস্পতিবার তাকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেত্রী লুমা গ্রেফতার
আরএম/