আওয়ার ইসলাম: চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে থাকা মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি জানান।
মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫৮ গ্রাম ৪০৪ পুরিয়া হেরোইন, ৬১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা রুজু হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন-
‘কওমি মাদরাসার স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন’
স্বীকৃতির পর আমাদের কী করণীয়?
দেওবন্দের মূলনীতির ওপরে ভিত্তি করেই স্বীকৃতি বাস্তবায়ন হচ্ছে
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
‘সরকারকে অভিনন্দন; তবে বাকি প্রক্রিয়াও শিগগির সম্পন্ন হোক’
-আরএম