আওয়ার ইসলাম: রাজধানীতে শিগগির চালু হচ্ছে কাউন্টার বাস সার্ভিস। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে যাচ্ছে পরিবহন সমিতি।
জানা যায, ৫/৬টি পরিবহন কোম্পানির অধীনে বাসগুলো পুরো মহানগরীজুড়ে চলাচল করবে। যত্রতত্র যাত্রী ওঠানামা করবে না এসব বাস। নির্ধারিত কাউন্টার থেকেই যাত্রী ওঠানামা করাতে হবে। এতে শৃঙ্খলাও থাকবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এমন উদ্যোগ নিতে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জমা দেবে জানা গেছে।
মালিক সমিতি বলছে, কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হলে একদিকে চুক্তি ভিত্তিতে কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। অন্যদিকে বাসের নিয়ন্ত্রণ চালক ও কন্টাক্টরের কাছ থেকে মালিকের কাছে চলে আসবে। তারা ঘরে বসে গাড়ির আয় পেয়ে যাবেন।
এতে রাস্তায় চালকেদের ওভারটেকিং প্রবণতা কমবে বলেও মনে করছেন তারা। আর কমনে দুর্ঘটনা।
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য ঢাকার রাস্তায় কাউন্টার সার্ভিস চালু করা হবে। কাউন্টার সার্ভিস চালু হলে বর্তমানে অবৈধভাবে চলা লোকাল, গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ হয়ে যাবে। এতে নিয়ন্ত্রণ আসবে সড়কে।
নিউইয়র্কে জনতার তোপের মুখে ইমরান; জুতা নিক্ষেপ (ভিডিও)
-আরআর