আওয়ার ইসলাম: হজে যাওয়া নিয়ে আর কেউ যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য এবারের হজের পর হজ আইন করবে সরকার।
বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে শেষ হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী এবং সচিব বলেছেন, যেসব এজেন্সি এবছর হজযাত্রীদের সাথে প্রতারণা করেছে তাদের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ থেকে বিমানের শেষ হজ ফ্লাইট বুধবার। শেষ ফ্লাইটের যাত্রী ধর্মমন্ত্রী এবং সচিব। ফ্লাইটে যাওয়ার আগে হজ ক্যাম্পে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সবশেষ সংবাদ সম্মেলন।
মন্ত্রীর বক্তব্যের পর, ৬০৬ জনের হজে যেতে না পারা নিয়ে কথা বলেন ধর্ম সচিব।
সংবাদ সম্মেলনে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম উপস্থিত ছিলেন।
গত ১০ অগাস্ট হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না।
গত ১৪ জুলাই শুরু হয় হজ ফ্লাইট। ২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।
এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়
ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন
আরএম/