বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

দারিদ্র্য কমানোসহ একনেকে ৯ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহরাঞ্চলে দারিদ্র্য কমাতে ৮২৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

এছাড়া ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনে খরচ করা হবে ৬৫৭ কোটি ৯৫ লাখ টাকা। শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ দুটিসহ ৯টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ ভাগ। আর অতি দরিদ্র মানুষের হার ১৩ ভাগের কাছাকাছি। দারিদ্র্যের হার গ্রামাঞ্চলের চেয়ে শহরে কম হলেও তা প্রায় ১৯ ভাগের মতো।

নগরীর দারিদ্র্যের হার কমাতে ৮২৬ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে। এর ১২৮ কোটি টাকা দেবে সরকার, বাকিটা প্রকল্প সাহায্য। এর মাধ্যমে শহরের হত দরিদ্র পাঁচ হাজার পরিবারকে দেয়া হবে দুই রুমের আবাসন।

এছাড়া পানির সংযোগ, স্যানিটেশন, ড্রেনেজ, সংযোগ সড়ক এবং বর্জ্য ব্যাবস্থাপনাসহ আনা হবে বিভিন্ন নাগরিক সুবিধার আওতায় ।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ডিজিটাইজেশেনের মাধ্যমে গ্রাহক সেবার মান বাড়াতে ডিপিডিসির আওতাধীন এলাকায় সাড়ে আট লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।

একনেক সভায় নবীবগর-আশুগঞ্জ-সড়ক উন্নয়ন, টাঙ্গাইল-দেলদুয়ার- জেলা মহাসড়ক উন্নয়ন সহ মোট ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ইমরান খানকে শুভেচ্ছা; নতুন সম্পর্কের আশাবাদ সৌদির


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ