আওয়ার ইসলাম: শহরাঞ্চলে দারিদ্র্য কমাতে ৮২৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।
এছাড়া ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনে খরচ করা হবে ৬৫৭ কোটি ৯৫ লাখ টাকা। শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ দুটিসহ ৯টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ ভাগ। আর অতি দরিদ্র মানুষের হার ১৩ ভাগের কাছাকাছি। দারিদ্র্যের হার গ্রামাঞ্চলের চেয়ে শহরে কম হলেও তা প্রায় ১৯ ভাগের মতো।
নগরীর দারিদ্র্যের হার কমাতে ৮২৬ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে। এর ১২৮ কোটি টাকা দেবে সরকার, বাকিটা প্রকল্প সাহায্য। এর মাধ্যমে শহরের হত দরিদ্র পাঁচ হাজার পরিবারকে দেয়া হবে দুই রুমের আবাসন।
এছাড়া পানির সংযোগ, স্যানিটেশন, ড্রেনেজ, সংযোগ সড়ক এবং বর্জ্য ব্যাবস্থাপনাসহ আনা হবে বিভিন্ন নাগরিক সুবিধার আওতায় ।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ডিজিটাইজেশেনের মাধ্যমে গ্রাহক সেবার মান বাড়াতে ডিপিডিসির আওতাধীন এলাকায় সাড়ে আট লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।
একনেক সভায় নবীবগর-আশুগঞ্জ-সড়ক উন্নয়ন, টাঙ্গাইল-দেলদুয়ার- জেলা মহাসড়ক উন্নয়ন সহ মোট ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।
ইমরান খানকে শুভেচ্ছা; নতুন সম্পর্কের আশাবাদ সৌদির