বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

প্রতিবারের মতো এবারও সকাল ১০টা ও বিকেল ২টায় দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, আগামী ১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি শুরু করার প্রস্তাব করা হয়েছে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রথমদিন বাংলা পরীক্ষা হবে।

এদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উপ-সচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত সূচিতে দেখা গেছে, জেডিসি পরীক্ষায় প্রথমদিন কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে বাস-তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৮


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ