বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


বুধবার থেকে স্মার্ট কার্ড পাবেন ২৭ জেলার ভোটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৭ জেলার নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ বুধবার (৮ আগস্ট) শুরু হচ্ছে।

বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের জনবল দিয়ে স্মার্টকার্ড উৎপাদন করছি। আমরাও পারি এটা প্রমাণ করেছি।’

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ৯ কোটি স্মার্টকার্ড পাইনি। তবে আমি মনে করি, দেশে উৎপাদন করে ২০১৯ সালের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পারব।

যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ হবে

মানিকগঞ্জ সদর, মুন্সিগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাংগা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, মৌলভীবাজার সদর এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর এক যোগে ৩৭ জেলায় ভিডিও কনফারিন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ