বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনি সাংবাদিক গ্রেফতার করলো ইসরায়েলি সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের রামাল্লাহ থেকে ইব্রাহিম আল রান্তিসি নামক একজন সাংবাদিককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ইসলায়েলি বাহিনী।

সোমবার ফিলিস্তিনের রামাল্লা থেকে তাকে গ্রেফতার করে বলে জানায় টিঅারটি অনলাইন। ওই সাংবাদিক টিআরটি অনলাইনের জন্যও কাজ করতো।

খবরে আরো বলা হয়, সম্প্রতি আরো ছয় জন সাংবাদিককে গ্রেফতার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক ইব্রাহিমকে পশ্চিম তীরের রামাল্লা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সোমবার আটক করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে তারা ভাই ফকর আল রান্তিসি।

তিনি আনাদোলু এজেন্সিকে বলেন, ইসরায়েলি বাহিনী আমার বাড়ি থেকে আমার ভাই ইব্রাহিমকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাকে গ্রেফতার করারে আগেই বাড়িটিকে ঘিরে রাখে ফিলিস্তিনি বাহিনী।

গত সপ্তাহে রামাল্লা ও নাবলুস শহর থেকে ইসরায়েলি বাহিনী আরো পাঁচ সাংবাদিককে গ্রেপ্তার করেছে বলেও জানা যায়।

ফিলিস্তিনের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৬,৪০০ ফিলিস্তিনি স্বায়ত্তশাসিত ইহুদিদের কাছে বন্দি আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ