বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার ক্ষতিপূরণ পেলো ৮ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের আট পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল দুপুরে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক হস্তান্তর করা হয়।

ক্ষতিপূরণ পাওয়া পরিবারগুলো হলো- নিহত ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ, সাংবাদিক ফয়সাল আহমেদ, এস এম মাহমুদুর রহমান, নুরুজ্জামান বাবু, কেএইচএম শাফি ও এফএইচ প্রিয়কের পরিবার। আহতদের মধ্যে শেখ রাশেদ রুবায়েতকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

তবে চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত মতিউর রহমানের ভাই মাকসুদুর রহমান উপস্থিত থাকলেও চেক নেননি। এ বিষয়ে মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের ৫০ হাজার ডলার করে চেক দিতে চেয়েছিল, কিন্তু এটি যর্থাথ মনে হয়নি বলে আমরা নিইনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক শামিম বলেন, ‘প্রত্যেক নিহত যাত্রীর ক্ষেত্রে নূন্যতম ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ, আহত যাত্রীদের ক্ষতিপূরণ নিরূপণ করা হচ্ছে সংশ্লিষ্ট যাত্রীর শারীরিক ও মানসিক ক্ষতির ওপর নির্ভর করে।’

আরও পগুন: নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত

অঅরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ