বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাহমুদুর রহমান জামিন পেলেন ১১ মামলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পৃথক ১১ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে পৃথকভাবে এই মামলা করা হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আদেশ দেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, মানহানির অভিযোগে সিলেট, সুনামগঞ্জ, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা দায়ের হয়।

এর আগে গত ২৯ জুলাই সুনামগঞ্জে হওয়া মানহানির এক মামলায় মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

সোমবার আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মুহাম্মাদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসিরুল্লাহ।

এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় মোট ৩১টি মানহানি মামলা হয়। এসব মামলার ১১টিতে আজ জামিন পান মাহমুদুর রহমান।

আরও পড়ুন: আমাকে গুলি করে মেরে ফেলা হোক : ড. কামাল

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ