বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সড়ক আইন সংস্কারে সংসদে জরুরি অধিবেশন দিন: বদরুদ্দোজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে প্রচলিত সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানালেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

রোববার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক বদরুদ্দোজা প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, আপনি একদিকে ভালো কথা বলবেন, অন্যদিক দিয়ে গুণ্ডা লেলিয়ে দেবেন, পুলিশ লেলিয়ে দেবেন, এগুলো ভুল পদক্ষেপ। তাড়াতাড়ি সরে আসুন। শিশুরা দেখিয়ে দিয়েছে রাষ্ট্র ও সরকার সঠিক পথে চলছে না।

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাত্র বলেন, বর্তমানে দেশে জাহেলিয়াতের অবস্থা সৃষ্টি হয়েছে। এ জন্য আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন আমাদের দেশের ভবিষ্যৎ ভেবে।

শাজাহান খানের জন্যই দিনের পর দিন সড়ক মহাসড়কে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন। আর এ জন্য দ্রুত তার পদত্যাগও দাবি করেন।

শিক্ষার্থীদের নিরাপত্তায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

-আরআর


সম্পর্কিত খবর