আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আসন্ন বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের প্রধানমন্ত্রী শনিবার (০৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এসময় কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনের আমন্ত্রণ জানান ও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
আরও পড়ুন:টেলিভিশনগুলোকে সতর্কতা জানিয়ে সরকারের চিঠি
অারএম/