আওয়ার ইসলাম: অডিও ফাঁসের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা।
গতকাল শনিবার রাতে আইসিটি আইনে এ মামলাটি দায়ের করা হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে এ সংশ্লিষ্ট একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে বিএনপির এ নেতা শিক্ষার্থীদের নির্দেশ দিচ্ছেন আন্দোলনে নামার।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গতকাল শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) এই মামলাটি করেন বলে জানা গেছে।
অডিও বার্তায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে লোক নামিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে জানিয়ে মামলা করেন ওই ছাত্রলীগ নেতা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্ঘাতী কার্যে জড়িত থাকা ও উসকানি দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এরপরও শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।
তবে অডিওটির ব্যাপারে বিএনপি নেতা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর অডিও ফাঁস
-আরআর