আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, এই ছোট ছোট ছেলে-মেয়েদের ওপর কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে যাব। আমাদের বিশ্বাস দুই একদিনের মধ্যে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
শনিবার (৪ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো দমনমূলক পদক্ষেপ এই ছোট ছোট ছেলে-মেয়েদের ওপর নেওয়া যাবে না। সেই কারণে পুলিশ নানাভাবে অপদস্থ এবং হয়রানির শিকার হয়েও রাজনৈতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাচ্ছে। রাজনৈতিক অপশক্তি মদদ দিচ্ছে, সেটা আমরা খুব কাছ থেকে লক্ষ্য করছি, আমাদের বিভিন্ন সংস্থা লক্ষ্য করছে। শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে যাবো। আমাদের বিশ্বাস ছাত্র-ছাত্রীরা আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে। আর দুই একদিনের মধ্যে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
শিক্ষার্থীদের ঘরে ফিরতে আহ্বানকারীদের শুভবোধকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা কোমলমতিদের আন্দোলনে ঢুকে রাজনীতির বিষবাষ্প দিয়েছেন, ফায়দা লুটতে চেয়েছে, তাদের বিষয়ে শিক্ষার্থীদের আরও সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘আন্দোলনের অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য রাখছে গোয়েন্দা বাহিনী। কোমলমতি শিক্ষার্থীদের দমন না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ধৈর্যধারণ করছে।’
এ সময় শান্তির স্বার্থে শিক্ষার্থীদের ঘরে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের এই নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে শিক্ষার্থীরা
আরএম/