বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


যে কারণে জাপানের কাছে গুরুত্বপূর্ণ দেশ ইরান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের কাছে গুরুত্বপূর্ণ দেশ ইরান। আর এ কারণে মার্কিন অনুরোধ এড়িয়েও দেশটির সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে দেশটি।

জানা যায়, জ্বালানি নিরাপত্তার জন্য জাপানের কাছে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এ কারণে জাপান সরকার তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে আগেই অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।

জাপানের অর্থ মন্ত্রালয়ের তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক রিও মিনামি বলেন, তার দেশের জ্বালানি নিরাপত্তা ও শোধনগারগুলোর জন্য ইরানি তেলের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো আামাদের অন্যতম লক্ষ্য। সে জন্য প্রয়োজনীয় কাজ করছে জাপান।

তিনি আরও বলেন, ইরান থেকে তেল না কেনার জন্য আমরা আমেরিকা থেকে একটা অনুরোধ পেয়েছি কিন্তু জাপানের জন্য সে অনুরোধ মানা সম্ভব হয়নি।

ইরানি তেল বিক্রি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে মারাত্মক সংকট দেখা দেবে  বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে কীভাবে দেখছে ইরান?

-আরআর


সম্পর্কিত খবর