বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুর্নীতির অভিযোগে ইমরানকে আদালতে সমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষমাণ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। এদিকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির দুর্নীতিবিরোধী আদালত।

জানা গেছে, আগামী ৭ আগস্ট ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরান খানকে আদালতে হাজির হতে বলেছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল। সরকারি হেলিকপ্টার ৭২ ঘণ্টার বেশি সময় ব্যবহার করে সরকারের যে ২১ লাখ ৭০ হাজার রুপি ক্ষতি হয়েছে তা তদন্ত করছে ন্যাব।

ন্যাবের কর্মকর্তা জানান, আগামী ৭ আগস্ট ইমরানকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, এই অভিযোগ অস্বীকার করে ইমরান খান জানিয়েছেন, এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, এর আগে এই অভিযোগে গেল ১৮ জুলাই ইমরান খানকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে তখন আদালতে হাজির হতে ব্যর্থ হয় ইমরান খান।

ওইসময় ইমরানের আইনজীবী নির্বাচনের পর ‘সম্ভাব্য তারিখ হিসেবে ৭ আগস্ট’ হাজিরার দিন নির্ধারণে আদালতের প্রতি অনুরোধ জানান।

তার দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক এবং আরও চারজন সিনিয়র আমলা ইতোমধ্যেই এই মামলায় তাদের জবানবন্দি দিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানে ২৫ জুলাই সাধারণ নির্বাচনে ১১৫টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা পিটিআই এখন সরকার গঠনের অপেক্ষায় আছে।

এরইমধ্যে পিটিআই জানিয়েছে, আগামী ১৪ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। সুত্র-খবর খালিজ টাইমস।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে সেনা সদস্যসহ নিহত ৩

আরএম/


সম্পর্কিত খবর