শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

‘সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস’ : একটি ব্যতিক্রমধর্মী গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও আলেম আবদুল্লাহ আল মাসউদ রচিত 'সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস'।

বইটি আহলে হাদীস বিষয়ক অন্য আর দশটি বইয়ের মতো নয়।এটি একেবারেই ব্যতিক্রমধর্মী, ভিন্ন ও অনন্য। লেখক তার জহুরির চোখ দিয়ে হাজার বছরের ইতিহাসকে খুঁটেখুঁটে দেখার চেষ্টা করেছেন।

আহলে হাদীস বিষয়ে সব যুগের সালাফদের বক্তব্য আর তাদের দৃষ্টিভঙ্গি খুঁজে দেখার প্রয়াস চালিয়েছেন। যুগে যুগে সালাফে সালেহীন আহলে হাদীস বলতে কী বুঝতেন এবং কী বোঝাতেন তা খুঁটিয়ে বের করে আনার প্রচেষ্টা চালিয়েছেন লেখক। পুরো কাজটিই তিনি করেছেন গণ্ডিবদ্ধ মানসিকতার উর্ধ্বে উঠে, নিরপেক্ষ মন নিয়ে।

বইটি কেবল একটি বই-ই নয়। এটি দীর্ঘদিনের গবেষণাপত্র। যা মলাটবদ্ধ আকারে হাজির হতে যাচ্ছে পাঠকের কাঠগড়ায়। যার যবানবন্দী শুনে বিচারের আসনে বসা পাঠক নিজেই সিদ্ধান্ত নিবেন। আহলে হাদীসের পরিচয় নির্ধারণে স্বতন্ত্রভাবে এমন বিস্তারিত বয়ানে গবেষণামূলক বই আমাদের জানা মতে এটাই প্রথম। এর আগে বিভিন্ন বইতে বিক্ষিপ্তভাবে এই প্রসঙ্গে কিছু কথা এলেও তা ছিলো অগোছালো, অপূর্ণাঙ্গ আর বহু আপত্তি ও জিজ্ঞাসার জবাবহীন। কিন্তু এই বইতে লেখক ষোলকলা পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন। শুধু এই একটি পরিভাষার উপরই রচনা করেছেন পুরো বইটি।

বইয়ের শেষদিকে 'পরিশিষ্ট' আকারে লেখক হাজির করেছেন নানানজনের নানান ধরনের বক্তব্য ও মতামত। তারপর সেগুলোকে ইলমী আন্দাযে আদব রক্ষা করে দক্ষ হাতে ব্যবচ্ছেদ করেছেন। উল্টামতের ধারকের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। সরিয়ে দিতে চেষ্টা করেছেন প্রকৃত বাস্তবতা আর মুখ-কলমের দাবীর মধ্যকার ঝুলে থাকা পর্দাকে।

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আসলাফ। অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে নিয়ামাহ বুকশপ। বইটির বিক্রয়মূল্য একশ দশ টাকা। বাংলাবাজারের ইসলামী টাওয়ার, যাত্রাবাড়ী মাদরাসা সংলগ্ন কিতাব মার্কেট, কাঁটাবন বই মর্কেটসহ ইসলামী অন্যান্য বইয়ের দোকানগুলোতে এটি পাওয়া যাচ্ছে।

মুফতি হিদায়াতুল্লাহ আদনান অনূদিত ‘প্রাচ্যবাদ ও প্রাচ্যবিদ’: একটি তাত্ত্বিক পাঠপর্যালোচনা


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ