আওয়ার ইসলাম : দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ (রোববার) আবার অনুষ্ঠিত হচ্ছে। খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, রোববার বেলা দুইটায় শুনানি শুরু হবে। খালেদা জিয়ার জামিন ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান মওদুদ।
বৃহস্পতিবার আদালতে আপিল শুনানি করেন খালেদা জিয়ার আরেক আইনজীবী আব্দুর রেজাক খান। খালেদা জিয়ার পক্ষে আরো উপস্থিত ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা স্থগিত চেয়ে রিভিউ আবেদন ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ডওভার রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে আপিল শুনানি শুরু করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বকশিবাজারে স্থাপিত বিশেষ জেলা জজ আদালত। রায়ের পরই বেগম জিয়াকে নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
এ মামলায় আপিল করা অন্য দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিনন আহমদ। তাদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় পলাতক তিন আসামি হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
আরও পড়ুন : খালেদা করা আপিল শুনানি শুরুর নির্দেশ