আওয়ার ইসলাম : মিয়ানমারের ওপর বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। ফলে মিয়ানমারকে ভিসা দেওয়ার কথা আপাতত না বলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে করেনি মিয়ানমার।
মঙ্গলবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নিতে বার বার বলা হয়েছে। কিন্তু মিয়ানমার যুক্তরাষ্ট্রের কথা শুনতে অনীহা প্রকাশ করেছে।
এজন্য মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই অপরাধে লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা