বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


তিন সিটিতে প্রতীক বরাদ্দ শেষ, চলছে প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় এই তিন সিটির মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তিন সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে মোট ৫৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

এদিকে, আজ প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন সিটিতে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ জুন। যাচাই-বাছাই হয় ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জুলাই, প্রতীক বরাদ্দ আজ ১০ জুলাই।

আগামী ৩০ জুলাই  নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৩ কেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীদের।

আরও পড়ুন : তিন সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ