বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


তাজমহল মসজিদে বহিরাগতদের জুমার নামাজে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনা তাজমহলসংলগ্ন চত্বরে শহরের বাইরের লোকজনের জন্য জুমার নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সুপ্রিমকোর্ট। খবর ডেইলি পাকিস্তান-এর।

সুপ্রিমকোর্ট বিচারপতি একে সিক্রি ও অশোক ভূণের বেঞ্চ থেকে বলা হয়েছে, তাজমহল হলো বিশ্বের সপ্তাশ্চর্য্যরে অন্যতম। নামাজ আদায়ের জন্য আরো বেশ কিছু মসজিদ আছে। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। এ বছর ২৪ শে জানুয়ারি আগ্রার অতিরিক্ত ম্যাটিস্ট্রেট একটি রায় দেন।

তাতে বলা হয়, যেসব মানুষ আগ্রার অধিবাসী নন তাদেরকে তাহমহলের চত্বরের ভিতরে অবস্থিত মসজিদে প্রবেশে অনুমতি দেয়া হবে না। তারা নিরাপত্তার কারণে ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না।

আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না বহিরাগতরা।

সম্প্রতি তাজমহলের নিরাপত্তার কারণ দেখিয়ে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা শাসক। ওই নির্দেশিকার পরই তোলপাড় শুরু হয়।

নির্দেশিকাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান তাজমহল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেন জাইদি।

ওই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্ট বলে, বহিরাগত নামাজিরা সৌধের বাইরের কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন।

আরও পড়ুন : তাজমহল নিয়ে উদ্বিগ্ন ভারতের সুপ্রিম কোর্ট!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ