আওয়ার ইসলাম: হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে বাঁ পায়ের হাড় ভেঙে গেছে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ সকালে রাস্তায় হাঁটতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। চিকিৎসার জন্য তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে হাঁটতে বেরিয়েছিরেন। রাস্তায় পিচ্ছিল থাকায় হঠাৎ করেই পড়ে যান রাশেদ খান মেনন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, তিনি ভোরে একা হাঁটতে বেরিয়েছিলেন। বৃষ্টি হওয়ায় পিচ্ছিল রাস্তায় পড়ে যান তিনি। এতে তার বাঁ পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে।
পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে বলে জানান তিনি।
স্বল্পমূল্যে মাদরাসার ছাত্রদের আইডি কার্ড ছাপছে লুবাবা গ্রাফিক্স
-আরআর